বনানী থেকে আরো এক তরুণ নিখোঁজ


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

রাজধানীর বনানী এলাকা থেকে সাঈদ আনোয়ার খান (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার রাতের এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে এই বনানী এলাকা থেকেই একসঙ্গে আরো চার যুবকের নিখোঁজ হওয়ার সত্যতা স্বীকার করেছে পুলিশ।

সর্বশেষ নিখোঁজ হওয়া সাঈদ একটি ইংরেজি মাধ্যম স্কুলে লেখাপড়া করতেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ৭টায় বাসা থেকে বের হন সাঈদ। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাতে বনানী থানায় জিডি করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘তাকে খুঁজতে পুলিশ কাজ করছে।’
 
এ বিষয়ে সাঈদের মামার সঙ্গে কথা বলা হলে নিখোঁজের বিষয় নিশ্চিত করা ছাড়া আর কিছুই বলতে রাজি হননি তিনি। তিনি একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

সাঈদের বাবার নাম আনোয়ার সাদাত খান, মা জেনিফার হক খান। তার বাসা বনানীর ‘বি’ ব্লকে।
 
জিডিতে উল্লেখ করা হয়, ‘তার বয়স ১৮। উচ্চতা ৬ ফুট। গায়ের রঙ শ্যামলা। বাসা থেকে বরে হওয়ার সময় কালো প্যান্ট, কালো গেঞ্জি পরনে ছিল তার। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।’
 
এআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।