সরকারি দাম নির্ধারণ : ধান ২২, চাল ৩২, গম ২৭ টাকা
চলতি বোরো মৌসুমে ১০ লাখ টন চাল এবং দেড় লাখ টন গম সংগ্রহ করবে সরকার। আগামী ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে সরকার এ খাদ্যশষ্য সংগ্রহ করবে। এ লক্ষ্যে সরকারীভাবে ধান, চাল গমের দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা জানান।
কামরুল ইসলাম বলেন, এ বছর প্রতিকেজি বোরো ধান উৎপাদনে ব্যয় হবে ২০ টাকা। সরকার কিনবে ২২ টাকা। প্রতিকেজি চাল উৎপাদনে খরচ হবে ২৭ টাকা। সরকার কিনবে ৩২ টাকা দরে। এছাড়া প্রতি কেজি গম উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৬ টাকা। সরকার কিনবে ২৮ টাকা দরে। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে।
কামরুল ইসলাম জানান, কৃষকেরা যাতে ধান-চালের ন্যায্য মূল্য পায় সে জন্য এবার আগেই ক্রয়মূল্য জানানো হলো।
এএইচ/পিআর