অনশনে ৩ গার্মেন্টেস কর্মী অসুস্থ, ঢামেকে ভর্তি


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৩ মার্চ ২০১৫

তিন মাসের বেতন না দেওয়ার প্রতিবাদে রাজধানীর কাজী এ্যাপারেলস গার্মেন্টেসের অনশনকারী কর্মীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- রামপুরা থানার মালিবাগ চৌধুরিপাড়ার ওই গার্মেন্টেসের সুয়িং অপারেটর সুমি আক্তার (১৮), চাঁদনী আক্তার (১৭) ও মুন্নি আক্তার (১৬)।

অসুস্থ সুমি আক্তার জানান, তারা মালিবাগ চৌধুরিপাড়ার কাজী এ্যাপারেলস গার্মেন্টেসে সুয়িং অপারেটরের কাজ করতেন। ওই গার্মেন্টেসে গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। এ কারনে গত ২২ ফেব্রুয়ারি থেকে তারা গার্মেন্টেসের ষষ্ঠ ও সপ্তম তলায় বসে অনশন কর্মসূচী পালন শুরু করেন।

টানা অনশন পালন করায় মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা তিনজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে বেলা আড়াইটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনশনের অসুস্থদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সুমি আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।