শেষ আটে জার্মানি


প্রকাশিত: ০৩:১৪ এএম, ০১ জুলাই ২০১৪

নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে আলজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।  আর ভালো খেলেও চোখের জলে বিদায় নিয়েছে আলজেরিয়া। শেষ আটে ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি।

নির্ধারিত সময়ের খেলায় গোল করতে পারেনি কোনো দল। ৯২ মিনিট জার্মানির আন্দ্রে শুরলে আলজেরিয়ার জালে বল জড়ান। ১১৮ মিনিটে ওজিল গোলে করে জার্মানদের জয় নিশ্চিত করেন। খেলার ১২০ মিনিটে আলজেরিয়ার আবদেল মোমিন একটি গোল শোধ করেন।

৯০ মিনিট জার্মানিকে ঠেকিয়ে রেখেছিলেন রাইস বোলহি। এ সময় অসংখ্য সুযোগ তৈরি করলেও পর্বত হয়ে দাঁড়ানো বোলহিকে পরাস্ত করতে পারেননি জার্মানরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে খেলার শুরু থেকেই পাল্লা দিয়ে খেলে আলজেরিয়া।  প্রথম গোলের সুযোগও পায় তারাই। খেলার ৯ মিনিটের আলেজেরিয়ার ইসলাম স্লিলিমানির ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শট জার্মান গোলরক্ষক প্রতিহত করেন।

১৪ মিনিটে বাস্তিয়ান শোয়েনস্টেইগারের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট ফিরিয়ে দেন আলজেরিয়ার গোলরক্ষক। ১৭ মিনিটে আলজেরিয়ান স্ট্রাইকার ইসলাম স্লিমানির হেডে বল জার্মানির জালে জড়ালেও অফসাইডের অজুহাতে সেটি বাতিল হয়ে যায়। খেলার ৩৩ এবং ৩৫ মিনিটে উভয় দলের দুটি আক্রমণ ব্যর্থ হয়। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবেই।
বিতীয়ার্ধে জার্মানি আক্রমণ বাড়াতে থাকে তবে পাল্টা আক্রমণে পিছিয়ে ছিল না আলজেরিয়া। দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। নির্ধারিত সময়ের গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ অতিরিক্ত সময়েই ম্যাচের ৩টি গোলই হয়। আর এর দুটি গোল আসে জার্মানির পা থেকে।একই সঙ্গে জার্মানি চুকায় ৩২ বছরের পুরানে একটি হিসাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।