খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৩ মার্চ ২০১৫

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জীবন সাহা (৩২) নামে এক পুলিশ কনস্টেবল (কনস্টেবল নম্বর-১৪৮০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে খিলগাঁওয়ের বাগিচা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ এ বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জাগোনিউজকে বলেন, খিলগাঁওয়ে বাগিচা রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে কমলাপুরগামী সিল্কসিটি ট্রেনের ধাক্কায় জীবন সাহার দুই পা ভেঙ্গে যায় ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টা ৪০ মিনিটে মারা যান তিনি।

ওসি আরো বলেন, নিহত জীবন সাহা গুলশানে পুলিশের (চেনসারিতে) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লা সদর ক্যান্টনমেন্ট এলাকার দিলীপ কুমার সাহার ছেলে জীবন। তিনি রাজধানীর খিলগাঁওয়ের শাহজাহানপুর এলাকায় থাকতেন।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।