আসছে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব


প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৩ মার্চ ২০১৫

বার্সেলোনায় চলছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। এখানে বিশ্বের সেরা ট্যাবলেট আনার কথা ঘোষণা করেছিল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব এক্সপেরিয়া জেড৪ এনেছে সনি।

তবে এখন পর্যন্ত এটি তুলে ধরেনি সনি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস চলাকালীন অবস্থাতেই তা আসবে। এর আগে এই ট্যাবের কিছু তথ্য প্রকাশ পায়। বলা হয়, এটি হবে সনির সুপার ট্যাব। এক্সপেরিয়া ডেজ৪ ট্যাবের পর্দা ১০.১ ইঞ্চি যাতে রয়েছে ২৫৬০x১৬০০ পিক্সেল। সবচেয়ে শক্তিশালী ব্যাটারি রয়েছে এতে। এর ৬৪-বিট অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর দারুণ দ্রুত। অভ্যান্তরীণ স্টোরেজ থাকছে ৩২ জিবি।

বিশেষ করে গেমারদের জন্যে এতে প্লে-স্টেশন৪ কনসোল জুড়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এতে। বাড়িতে যেখানেই থাকুন, একটি ডুয়ালশক ৪ কন্ট্রোলার এতে যোগ করা যাবে।

এটি বাইরের ধূলাবালি ও পানিতে সুরক্ষিত থাকবে। কারণ আইপি৬৮ সার্টিফিকেট রয়েছে এর। এমনকি পানিতে পড়ে গেলে বা বালির নিচে চাপা পড়লেও এর কিছুই হবে না। তবে কংক্রিটে পড়লে কি হবে তা বলা যায় না। তবে নষ্ট হয়ে যাবে না। সূত্র : ফক্স নিউজ।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।