অভিজিৎ হত্যাকাণ্ড : আসছে এফবিআই টিম


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৩ মার্চ ২০১৫

লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়ের বর্বর হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) প্রতিনিধি।

এ ছাড়া এফবিআই যুক্তরাষ্ট্র থেকে খুব শিগগির বাংলাদেশে একটি টিম পাঠাচ্ছে। সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা এল শাই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের এফবিআই প্রতিনিধি অভিজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা দিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। এফবিআই দ্রুতই বাংলাদেশে একটি টিম পাঠাবে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।