কর্মকর্তাদের পদোন্নতি : এসএসবির বৈঠক আজ


প্রকাশিত: ০৫:২০ এএম, ০৩ মার্চ ২০১৫

প্রশাসনের তিন স্তরে সাত শতাধিক কর্মকর্তার পদোন্নতি প্রাপ্তির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়সূত্রে জানা গেছে। গত জানুয়ারি মাস থেকে কয়েক দফায় সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় প্রশাসনে তিন স্তরে (অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব) পদোন্নতির জন্য মূল্যায়ন করা হয়েছে।

মঙ্গলবার এসএসবির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আজকের সভায় পদোন্নতির জন্য যোগ্যদের নাম চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। বোর্ড নাম চূড়ান্ত করে সুপারিশ আকারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশ করবে।

সূত্র জানায়, এক বছরের বেশি সময় আগে উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শেষ করা হলেও তা আটকে আছে অন্য দুই স্তরের পদোন্নতির জন্য। এখন সব স্তরে একইসঙ্গে পদোন্নতি দেয়া হবে। সাত শতাধিক কর্মকর্তা এ দফায় পদোন্নতি পেতে পারেন বলে এসএসবি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, পদোন্নতির যোগ্য কাউকে অকারণ বঞ্চিত করার ইচ্ছা সরকারের নেই। গুরুতর কোনো অভিযোগ না থাকলে কারো বঞ্চিত হওয়ার কারণ নেই।

প্রতিমন্ত্রী বলেন, এসএসবি প্রত্যেক কর্মকর্তার প্রয়োজনীয় সকল কাগজপত্র সুনিপুণভাবে পর্যালোচনা করছেন। এখানে পক্ষপাতের সুযোগ নেই। তারপরও পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তারা টেলিফোনে কিংবা সশরীরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন। মন্ত্রী-এমপি এমনকি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদেরও দ্বারস্থ হচ্ছেন অনেকে।

প্রসঙ্গত, পদভেদে ১০, ৩ ও ২ বছর চাকরি করার পর উপসচিব, যুগ্ম ও অতিরিক্ত সচিব পদে যেখানে পদোন্নতি পাওয়ার কথা, সেখানে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কর্মকর্তারা বিভিন্ন পদে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন। আর যদি পদে পদে বঞ্চিত কর্মকর্তাদের হিসাব ধরা হয়, তাহলে দেখা যাবে প্রায় ২৭ বছর ধরে কেউ কেউ একই পদে চাকরি করছেন অথবা একই পদে চাকরি করে অবসরে চলে গেছেন।

জনপ্রশাসনে সর্বশেষ পদোন্নতি দেয়া হয়েছিল গত ২০১৪ সালের ৭ আগস্ট। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে সাতজন পদোন্নতি পান। একই বছরের ১৩ জানুয়ারি যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৮০ জন পদোন্নতি পান। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর উপসচিব থেকে যুগ্মসচিব পদে ৮০ জন এবং একই বছরের ১৪ মার্চ জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে ১৮২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ পদোন্নতির চিত্র পর্যলোচনা করে দেখা যাচ্ছে, এই পদোন্নতির ফলে ১০৮টি অতিরিক্ত সচিব পদের বিপরীতে ৩০৭ জন অতিরিক্ত সচিব, ৪৩০টি যুগ্মসচিব পদের বিপরীতে ৯৩১ জন, ৮৩০টি উপসচিব পদের বিপরীতে এক হাজার ৩১৫ জন, ২ হাজার ৭০০ সিনিয়র সহকারী সচিব পদের বিপরীতে এক হাজার ৭০০ জন কর্মরত হন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।