বিল গেটস এবারও শীর্ষ ধনী


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০২ মার্চ ২০১৫

এবছর বিলিওনেয়ার ক্লাবে যোগ দিয়েছেন রেকর্ড সংখ্যক ব্যক্তি। ২০১৪ সালে যেখানে এ সংখ্যা ছিল ১৬৪৫ জন, এবছর তা ঠেকেছে ১৮২৬-এ।

কিন্তু সবাইকে টপকে এবারও বিশ্বের শীর্ষ ধনীদের সবচেয়ে ওপরের জায়গাটি ধরে রেখেছেন মাইক্রোসফট-এর যুগ্ম প্রতিষ্ঠাতা বিল গেটস। এবছর এমনকি তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলারে, গতবছরের তুলনায় যা ৩.২ বিলিয়ন ডলার বেশি।

এ নিয়ে পরপর দ্বিতীয়বারের মতো এ আসনে বিল গেটস। আর গত ২১ বছরে তিনি ১৬ বার শীর্ষ ধনী হয়েছেন।

এর পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে টেলিকম মুঘল কার্লোস স্লিম হেলু, ২০১৩-তে ইনিই ছিলেন শীর্ষ ধনী, এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, গত বছরের থেকে উঠেছেন এক ধাপ ওপরে। এঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৭৭.১ বিলিয়ন এবং ৭২.২ বিলিয়ন ডলার।

ফেইসবুকের মার্ক জুকারবার্গ ১৬তম জায়গাটি নিয়ে এবারই প্রথম শীর্ষ ২০ ধনীর মধ্যে জায়গা করে নিয়েছেন।

প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন তৈরি করেছে এ তালিকা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।