বরিশালে বাসের ধাক্কায় এএসআই নিহত


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০২ মার্চ ২০১৫

বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহানগর পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

নিহত এএসআই মনিরুল ইসলাম মনির (৩০) বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায়।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার জিললুর রহমান জানান, চলমান হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যানবাহনগুলো সন্ধ্যার পরে পুলিশ পাহারায় নথুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছে দেওয়া হয়।

এজন্য সন্ধ্যার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় দায়িত্ব পালন করছিলেন বিমানবন্দর থানার এএসআই মনিরুল ইসলাম মনির। বিকালে কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা ‘বিএমএফ’ পরিবহনের একটি বাসকে থামার জন্য সংকেত দেন মনিরের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মনিরকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

লাশ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান জিল্লুর রহমান।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।