আমিন জুয়েলার্স সম্মাননা : মঙ্গলবার ২৭ গুণী ব্যক্তির নাম ঘোষণা
দেশসেরা জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননার জন্য মনোনয়নপ্রাপ্ত ২৭ গুণী ব্যক্তির নাম ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।
এ উপলক্ষে বেলা ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে জুরি বোর্ডের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, শিক্ষা, স্থাপত্য বিদ্যা, কৃষি, চিকিৎসাসহ অন্যান্য বিভাগ থেকে মোট ২৭ জনকে এ সম্মাননা দেয়া হবে।
দেশের তিন বিশিষ্ট নাগরিককে নিয়ে জুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য দুই সদস্য হলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। সম্মাননা অনুষ্ঠানে প্রত্যককে নগদ ৩ লাখ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণের মেডেল এবং ক্রেস্ট প্রদান করা হবে।
এমএএস/পিআর