একরাম হত্যা মামলা : জামিন পেলেন মাহতাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০২ মার্চ ২০১৫

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত ও প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এরআগে আদালতে মিনারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এই মর্মে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারকগন এ আদেশ দেন।

আদালতে মিনারের পক্ষে শুনানি করেন -ব্যারিস্টার মওদুদ আহমদ ও জেডআই খান পান্না। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন -অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী।

মাসুদ হাসান চৌধুরী জানান, মিনারকে দেওয়া জামিন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে।

এর আগেও গত ১৫ জুলাই মিনার চৌধুরীকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।

একই সঙ্গে মিনারকে কেন স্থায়ীভাবে জামিন দেওয়া হবে না, সে মর্মে রুলও জারি করে আদালত। এরপর ১৭ জুলাই সে কারাগার থেকে মুক্তি পায়।

পরবর্তীতে ২০ জুলাই রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন ও দুই সপ্তাহের মধ্যে মিনারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।