কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। রোববার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে এ পর্যন্ত ৬০টি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অবশ্য বিষয়টি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ মোধক বলেন, বেলা ২টা ৪৯ মিনিটে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরো ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গেছে, কড়াইল বস্তিতে বেশ কিছু কাঠের দোকান থাকায় আগুন থেমে থেমে জ্বলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উৎসুক জনতাও আগুন নেভাতে কাজ করছে।
বউ বাজার স্টুডিও সুমির মালিক রুবেল আহমেদ জানান, প্রথম লেপ ও তোষকে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে। আগুন লাগার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস আসে। এর আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে।
এআর/এনএফ/আরআইপি