উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০২ মার্চ ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনর পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ২০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ৬৯ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

সোমবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। শরীয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ২৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি  টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৮১ পয়েন্টে।

সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা।যা গত দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।রোববার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৭১ লাখ টাকা।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।