সচিবালয়ের পাশের গ্যারেজে আগুন
রাজধানীর সচিবালয়ের পাশের একটি পরিবহন গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টা ১০ মিনিটে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে মতিঝিল জোন ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন, সচিবালয়ের পাশের ভবনের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪৬১) আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
জেইউ/বিএ/আরআইপি