গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিনের আসর চলছে
দুই দিনব্যাপী প্রথম জাতীয় গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিনের আসর চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় শনিবার বিকেল ৪টায় শুরু হয়েছে দ্বিতীয় দিনের আসর। চলবে রাত ১০টা পর্যন্ত।
বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম ধারা গম্ভীরা। এর উৎস ও প্রসার দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদা অঞ্চলে। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি সব এলাকা ও বয়সী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরা উৎসবে শামিল হচ্ছেন এ গানের অনুরাগীরা।
দ্বিতীয় দিনের আয়োজন মাতাচ্ছেন কল্লোল ও সুমন’র আদি, শাহ্জামাল-মনির’র রসকস, শিশু মোহাম্মদ-সিতেশ’র চাঁপাই নকশী, ইসমত-সাবিনা’র প্রভাতী, জাহাঙ্গীর-আজিম’র প্রয়াস ফোক থিয়েটার গম্ভীরা দল।
এবারের উৎসবে অংশ নিচ্ছে নারী-শিশুসহ মোট ১০টি গম্ভীরা দল। প্রথম দিন (শুক্রবার) দর্শক মাতান মাহবুব-মানী’র চাঁপাই, রাজ্জাক-হিরক’র নবাব, শিশুশিল্পী অয়ন-মীম’র মহানন্দা শিশু, খাবির-সাইদুর’র লোক এবং সিরাজুল-হাসেম’র সূর্যদিগন্ত গম্ভীরা দল।
ওই দিন উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এমইউএইচ/জেএইচ/আরআইপি