অভিজিৎ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফারাবী আটক
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেভাজন আসামি শফিউর রহমান ফারাবীকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মাকসুদুল আলম। এ বিষয়ে দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে অভিজিৎ রায়কে হত্যা করার জন্য ফেসবুকে মন্তব্য করেন ফারাবী। এতে বলা হয়, ‘অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’
ব্লগার রাজীব হত্যার ঘটনাতেও ফারাবীকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে বটতলায় অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা চালনো হয়। অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে তারা এ হামলার শিকার হন।
এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
এই হত্যাকাণ্ডের পরদিন অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জেইউ/বিএ/আরআইপি