ট্রাইব্যুনালের কৌঁসুলি ইকবালের পদত্যাগ


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১০ আগস্ট ২০১৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের  কৌঁসুলি এডভোকেট মীর ইকবাল  হোসেন পদত্যাগ করেছেন।

অসুস্থ্যতার  কারণে তার পক্ষে আর কাজ করা সম্ভব নয় মর্মে  রোববার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বরাবর  মীর ইকবাল  ওই পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি   গোলাম আরিফ টিপু জানান, মীর ইকবাল হোসেন তার পদত্যাগ পত্রে বলেছেন, ‘আমি অসুস্থ, আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়, তাই স্বেচ্ছায় প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করলাম।’

মীর ইকবাল গত ১ মে  থেকে ৩১ মে পর্যন্ত ছুটি নিলেও এরপর আর ট্রাইব্যুনালের অফিসে এসে কাজে যোগদান করেননি।  

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ২০১২ সালের ২৯ এপ্রিল ইকবাল  হোসেন অতিরিক্ত এটর্নি জেনারেলের পদ মর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ  পান।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।