ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব
ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টার দিকে ভূটানের ড্রুক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রসচিবরা।
এছাড়া দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে ও সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর।
এক দিনের এই সফরে তিনি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রসচিব গতকালই তার সার্ক যাত্রা শুরু করেছেন থিম্পু সফরের মাধ্যমে। সেখান থেকেই আজ এসেছেন।
থিম্পু ও ঢাকার সঙ্গে আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে সার্কের পাশাপাশি নতুন সহযোগিতার প্ল্যাটফর্ম বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল) কো-অপারেশন। এছাড়া ঢাকা ও দিল্লির কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরও থাকবে আলোচ্য বিষয়ের তালিকায়।
গত ২৮ জানুয়ারি সাবেক কংগ্রেস সরকারের আমলের পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে বরখাস্ত করে অনেকটা নাটকীয়ভাবে ওয়াশিংটনে ভারতের সাবেক রাষ্ট্রদূত জয়শঙ্করকে দায়িত্ব দেন নরেন্দ্র মোদি।
সূত্রমতে, ঢাকার পক্ষ থেকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি, সীমান্ত চুক্তির বাস্তবায়ন, সীমান্ত হত্যা, বাণিজ্য ও যোগাযোগসহ গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই বাংলাদেশের অবস্থান জানানো হবে। পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতেই এই অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান আশা করবেন পররাষ্ট্রসচিব।
কিছু ইস্যুতে এত দিন ধরে নয়াদিল্লির দুশ্চিন্তার বিষয়গুলোতে ঢাকা এগিয়ে এলেও বাংলাদেশের বিষয়গুলোতে যথাযথ সাড়া না পাওয়ার বিষয়টিও জানিয়ে দেয়া হবে ভারতের নতুন পররাষ্ট্রসচিবকে।
বিএ/আরআইপি