৩১ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১০ আগস্ট ২০১৪

সনদ ভুয়া হওয়ায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩১ কর্মর্কর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধার সনদ ও তাদের নামে প্রকাশিত গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২৯ জনকে এনএসআই (জাতীয় গোয়েন্দা পরিদফতর) ও একজনকে জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে সনদ বাতিল করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে মন্ত্রীর নির্দেশে সনদ বাতিল করা হয়েছে।

সর্বশেষ গত ২১ জুলাই ৩৫ মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ পর্যন্ত মোট ১৫১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।