৩১ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১০ আগস্ট ২০১৪

সনদ ভুয়া হওয়ায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩১ কর্মর্কর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধার সনদ ও তাদের নামে প্রকাশিত গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২৯ জনকে এনএসআই (জাতীয় গোয়েন্দা পরিদফতর) ও একজনকে জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে সনদ বাতিল করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে মন্ত্রীর নির্দেশে সনদ বাতিল করা হয়েছে।

সর্বশেষ গত ২১ জুলাই ৩৫ মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ পর্যন্ত মোট ১৫১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।