৪ মার্চ খালেদার আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়নি
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ মার্চ। এই দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরান ঢাকার বখশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠের বিশেষ আদালতে যাবেন কি না তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানিয়েছেন, ম্যাডাম (খালেদা জিয়া) ৪ মার্চ ঢাকা আলিয়ার বিশেষ আদালতে আদালতে যাবেন কি যাবেন না, তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
এই দুই মামলায় দীর্ঘদিন হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাই ৪ মার্চ তিনি আলাদতে গিয়ে আত্মসমর্পন করবেন নাকি গুলশান কার্যালয়েই অবস্থান করবেন তার জন্য অপেক্ষা করতে হবে।
এমএম/এআরএস/এমএস