খালেদার বাসা থেকে নিরাপত্তা-পুলিশ প্রত্যাহার


প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০১ মার্চ ২০১৫

গুলশান ৭৯ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে থেকে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গুলশান থানার অপারেশনস অফিসার শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

সোহেল রানা জানান, যেহেতু ওই বাসায় কেউ থাকেন না। তাই নিরাপত্তারও প্রয়োজন নেই। রোববার সন্ধ্যায় সেখান থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩ জানুয়ারি গুলশানের ৭৯ নম্বর রোডের তার এই ভাড়া বাসা থেকে বেরিয়ে ৮৬ নম্বর রোডের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধের পর থেকে তিনি তার কার্যালয়েই আছেন।

এদিকে, গুলশান থানায় দায়ের করা একটি বোমা বিস্ফোরণের মামলায় রোববার দুপুরে তার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশীর নির্দেশন দিয়েছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।