চর্চায় ধারণ করতে হবে গম্ভীরা
শুধু উৎসব করলে গম্ভীরাকে ধরে রাখা যাবে না। এটাকে চর্চার মাধ্যমে হৃদয়ে ধারণ করতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলায় প্রথম জাতীয় গম্ভীরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন দিয়াড় গম্ভীরা উৎসবের আয়োজন করে। এ উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। সার্বিক সহযোগিতায় প্রাণ ম্যাংগো জুস।
মন্ত্রী বলেন, লোক সংস্কৃতির অনেক কিছুই এখন হারিয়ে যাচ্ছে। তেমনি গম্ভীরাও হারিয়ে যেতে বসেছে।এর মূল কারণ হচ্ছে এটি একটি অঞ্চলভিত্তিক গান। তাই গম্ভীরা শিল্পকে ধরে রাখতে মন্ত্রণালয় থেকেও উদ্যোগ নেয়া হবে।
দুই দিনব্যাপী উৎসবে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক মমতাজ উদিদন আহমেদ, অধ্যাপক রফিকুন্নবী, অধ্যাপক হাশেম খান প্রমুখ। উৎসবে মোট ১০টি দল গান পরিবেশন করবে।
এমএইচ/এএইচ/এমএস