ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০১ মার্চ ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ ক’জন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে। এর মধ্যেই ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মেয়র পদে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি রোববার গণমাধ্যমকে বলেন, সংসদ থেকে পদত্যাগ করে আমি মেয়র পদে নির্বাচন করব। আমি যেন মেয়র পদে নির্বাচন করি, পুরান ঢাকাবাসী এব্যাপারে জোর দাবি জানাচ্ছে।

হাজী সেলিম আরও বলেন, ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে তিনি যেন নির্বাচন করেন। তাই তিনি সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন ডিসিসি নির্বাচনে ২০ দলীয় জোটের বাইরে থাকা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও মেয়র পদে প্রার্থী দেবে বলে জানা গেছে। এছাড়া মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের প্রার্থী থাকবে। মাহামুদুর রহমান মান্না গ্রেফতার হওয়ার আগে নিজেই ঘোষণা দিয়েছেন, তিনি ডিসিসি উত্তরের মেয়র পদে প্রার্থী হবেন।

এর আগে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে উত্তর থেকে মাহমুদুর রহমান মান্না, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং দক্ষিণ থেকে সাঈদ খোকন, হাজী সেলিম এবং জাসদের শিরীন আখতার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সম্প্রতি ডিসিসি নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়েছেন। এরই মধ্যে আওয়ামী লীগ ডিসিসি উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে মেয়র পদে সমর্থনের ঘোষণা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।