ডেসটিনি এমডি`র জামিন কেন নয়, হাইকোর্টে রুল
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের দুটি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও পরিচালক মোহাম্মদ হোসেনকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি নিয়ে ওই রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ১১ জুন এই দুজনের জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়। পরে তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন।
চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের ২২ জন এবং এ কাজের সহযোগী ২৯ জন মিলিয়ে দুটি মামলায় মোট ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই মামলা দুটি করা হয়৷