অভিজিৎ হত্যাকাণ্ড : উচ্চতর তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০১ মার্চ ২০১৫

লেখক ও ব্লগার অভিজিৎ রায় চৌধুরী হত্যাকাণ্ডের তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতেই যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত তা অ্যাপ্রুভ (অনুমোদন) হয়নি। রাতের মধ্যেই তা অনুমোদন হবে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় চৌধুরী নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।

অভিজিৎ নিহতের ঘটনায় গণমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হয়। বিষয়টি নিয়ে বিশ্ব গণমাধ্যমেও আলোচিত হয়।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।