সোয়াইন ফ্লুর প্রতিরোধে সব রকম পদক্ষেপ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০১ মার্চ ২০১৫

পার্শ্ববর্তী দেশ ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা দিলেও বাংলাদেশে যাতে সোয়াইন ফ্লুর বিস্তার ঘটতে না পারে, এ বিষয়ে সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সংসদে জাতীয় পার্টির সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা দেয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ভারতের সাথে যত বন্দর রয়েছে সেখানে সতর্কতা বাড়ানো, সোয়াইন ফ্লুর সনাক্তকরণ জোরদার, পর্যাপ্ত ওষুধ মজুদ, প্রয়োজনে ভ্যাকসিন প্রয়োগের সম্ভাব্যতাসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নাসিম বলেন, আন্তর্জাতিক বিমান, সমুদ্র ও স্থল বন্দরে ৭টি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। তাৎক্ষণিক প্রয়োজন মিটানোর জন্য ‘ডব্লিউএইচও’ সহায়তায় প্রচলিত ওষুধ ‘ওসালটামিভির’ সংগ্রহ ও মজুদ করা রয়েছে।

তিনি বলেন, এছাড়াও ইনফ্লুয়েঞ্জা বা এ ধরনের রোগের দ্রুত ছড়িয়ে পড়া রোধে অথবা সংক্রমণ নিয়ন্ত্রণে অতি প্রয়োজনীয় সরঞ্জাম পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।