বিনা সুদে ঋণ পাবে মুক্তিযোদ্ধারা
রাষ্ট্রীয় মালিকানাধীন এবং অন্যান্য বেসরকারি ব্যাংকের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে বিনা সুদে ঋণ প্রদা করা হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে নিজাম উদ্দিন হাজারীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকগুলো অসচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য বিনা সুদে ঋণ প্রদান করবে।
এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদানের লক্ষ্যে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাংক ন্যায়পাল নিয়োগের পরিকল্পনা আপাতত নেই।
বিএ/পিআর