খালেদা জিয়ার গুলশান কার্যালয় তল্লাশির নির্দেশ


প্রকাশিত: ১২:১১ পিএম, ০১ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ নির্দেশ দেন।

জানা গেছে, গুলশান থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার শুনানি শেষে এ নির্দেশ দেন সিএমএম কোর্ট।

তবে গুলশান থানা পুলিশের এসআই হুসনা আফরোজ জানান, কোন মামলায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে তা জানা নেই। এ রকম ওয়ারেন্ট জারি হলেও তা এখনো থানায় পৌঁছায়নি।

এদিকে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির আদেশ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুপ্রিম কোর্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্যারিস্টার এহসানুর রহমান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।



এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।