শাহজালালের তবারক আসছে খালেদার কার্যালয়ে


প্রকাশিত: ১১:১৫ এএম, ০১ মার্চ ২০১৫

সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারের তবারক নিয়ে গুলশান কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) ও ওলামা দল। রোববার বেলা ১১টায় মাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, মিলাদ মাহফিলে সিলেটের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। ঐ মাহফিলের তবারক নিয়ে রওনা হন জাসাস ও ওলামা দল। রোববার সন্ধ্যা নাগাদ ওই দলটির গুলশান কার্যালয়ে পৌঁছার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগোনিউজকে জানান, সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। ম্যাডামের জন্য ওই অনুষ্ঠানের তবারক নিয়ে জাসাস ও ওলামা দলের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ের উদ্দ্যেশে রওনা হয়েছেন। সন্ধ্যা নাগাদ গুলশান কার্যালয়ে প্রতিনিধি দলটি পৌঁছাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে অাক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকাে। ২৭ জানুয়ারি তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাযা শেষে বনানীর সিটি করপোরেশন কবরস্থানে দাফন করা হয়।

এমএম/বিএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।