জাতীয় সংসদের মূল নকশা ঢাকায়


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

জাতীয় সংসদ ভবনের মূল নকশাটি ঢাকায় আনা হয়েছে। লুই আই কানের এই নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির আর্কাইভ থেকে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে ৪১টি বাক্সে নকশাগুলো আনা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘নকশাগুলো সন্ধ্যায় পেয়েছি। এখন মাননীয় স্পিকারকে বুঝিয়ে দেয়া হবে।’

লুই আই কানের নকশা ভেঙে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা বিভিন্ন সময় নির্মিত হয়। মূল নকশা পাওয়ার পর সেগুলো সরানো হবে বলে জানিয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এজন্য সেখানে অবস্থিত জিয়াউর রহমানের কবরও সরানো হবে বলে সরকারের বিভিন্ন মহল থেকে ঘোষণা দেয়া হয়।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।