ভারতের পররাষ্ট্র সচিব আসছেন সোমবার


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০১ মার্চ ২০১৫

ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর শুভেচ্ছা সফরে ঢাকা আসছেন। সোমবার তিনি ঢাকায় পা রাখবেন। জয়শঙ্করের সফরে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়ন ছাড়াও দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি গুরুত্ব পাবে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার শুভেচ্ছা সফরে ঢাকা আসছেন। ওই দিনই তিনি ঢাকা ছেড়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘এটি মূলত শুভেচ্ছা সফর। এটি কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয়। এ সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি বা সমাঝোতা স্মরাক স্বাক্ষর হওয়ার সুযোগ নেই। তবে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

সফরে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, জয়শঙ্কর শুভেচ্ছা সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাচার হওয়া মানবসম্পদকে উদ্ধার, প্রত্যাবাসন এবং পুনর্বাসন, তিস্তা চুক্তি, স্থল-সীমান্ত চুক্তির বাস্তবায়ন, বন্দী বিনিময়, ছিটমহল বিনিময়সহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।