জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সহজ জয়


প্রকাশিত: ০৫:৩১ এএম, ০১ মার্চ ২০১৫

লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় পায় লংকানরা।  

এর আগে উদ্বোধনী জুটিতেই ১০০ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন তিলকারত্নে দিলশান ও থিরিমান্নে। ১৯তম ওভারে ৪৪ রান করে দিলশান ফিরে গেলেও দারুণভাবে এগিয়ে যায় আরেক ওপেনার থিরিমান্নে। শেষ পর্যন্ত কুমার সাঙ্গাকারার সাথে ২১২ রানের জুটি করে জয় নিয়েই  মাঠ ছাড়ে লংকান এই ব্যাটসম্যান। লাহিরু থিরিমান্নে ১৩৯ ও কুমার সাঙ্গাকারা ১১৭ রান নিয়ে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে মঈন আলি নেন ১ উইকেট।    
 
এর আগে জো রুটের ১২১ রানের উপর ভর করে ৩০৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতেই মঈন আলি এবং ইয়ান বেল বড় রান সংগ্রহের ইঙ্গিত দেন। দু’জন মিলে গড়েন ৬২ রানের জুটি। ১৫ রান করে দলীয় ৬২ রানে আউট হন মঈন আলি। এরপর গ্যারি ব্যালান্স দ্রুত আউট হয়ে যান। বেলকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন রুট। মরগ্যানের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। এরপর টেলরকে নিয়ে ৯৮ রানের সবচেয়ে বড় জুটিটা গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের দিকে নিয়ে যান রুট।


১২১ রান করে রুট যখন আউট হন তখন ইংল্যান্ড ৬ উইকেটে ২৬৫ রানের চূড়ায়। এরপর ৩০৯ রানে ইংল্যান্ডকে পৌঁছে দেন জস বাটলার ২৭ বলে অপরাজিত ৩৯ রান করে এবং ক্রিস ওকস ১৮ বলে ৯ রানে অপরাজিত থেকে।  

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুমার সাঙ্গাকারা ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।