মেসির জাদুতে বার্সার জয়


প্রকাশিত: ০৩:১৫ এএম, ০১ মার্চ ২০১৫

মেসি জাদুতে স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা। শনিবার তারা ৩-১ গোলে হারায় গ্রানাডাকে।

খেলার শুরুতে অবশ্য বার্সেলোনার আক্রমণত্রয়ী মেসি, নেইমার ও সুয়ারেজের তেমন ধার ছিল না। অপরদিকে নিজেদের মাঠে শুরুতে বার্সেলোনাকে আটকে রেখেছিল গ্রানাডা। ভালো কিছু আক্রমণও তৈরী করে তারা। কিন্তু বার্সেলোনার রক্ষণদেয়াল টপকাতে পারেনি।

ম্যাচের ২৫তম মিনিটেই ইভান র‌্যাকিতিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। জর্দি আলবার বাড়িয়ে দেয়া বলে সুয়ারেজ শট নেন। হুয়ান তোরেস রুইস বলটি পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সুযোগটি কাজে লাগিয়ে দিলেন ফাঁকায় থাকা র‌্যাকিতিক।

৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। র‌্যাকিতিকের থ্রোতে বল পেয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন সুয়ারেজ এবং ডান পায়ের দুর্দান্ত শটে গোলটি করেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান ফ্রান রিকো। তবে ৭০ মিনিটে মেসি গোল করলে ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট। শীর্ষদল রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।