শাহজালালে বিদেশি মুদ্রাসহ পাঁচ যাত্রী আটক


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১০ আগস্ট ২০১৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার ভোর পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাকসুদুর রহমান, রাজন শিকদার, সুমন শিকদার, রফিকুল ইসলাম ও বাদল খান। তারা সবাই মালয়েশিয়াগামী একটি বিমানের যাত্রী ছিলেন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা জাহান জানান, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ওই পাঁচ যাত্রীর গতিবিধি ছিল সন্দেহজনক। এ সময় তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে এপিবিএন। দেহের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বিভিন্ন দেশের মুদ্রা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

আসমা আরা জাহান আরও বলেন, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে মার্কিন ডলার, সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম রয়েছে। এর মূল্যমান বাংলাদেশি টাকায় ৮৬ লাখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।