পাহাড়িকা ট্রেনে পেট্রলবোমা হামলায় ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
প্রতীকী ছবি

সিলেটগামী পাহাড়িকা ট্রেনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মোহন রোদ্রের ছেলে মাধব রোদ্র (৩০), হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের কেসলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমেনা বেগম (২২)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম ঘটনা সম্পর্কে জানান, চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে আসার সময় রাত ৯টায় ট্রেনটি শাহজিবাজার স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তরা ট্রেনটিতে পেট্রোল বোমা ছোঁড়ে। এতে মা-মেয়েসহ ট্রেনের তিন যাত্রী দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।