উইকিপিডিয়ায় বাংলা ভাষা ৩ নম্বরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

নিবন্ধিত ৮০ হাজার এবং অনিবন্ধিত অসংখ্য ব্যবহারকারী নিয়ে ব্যবহারের দিক থেকে উইকিপিডিয়ায় তিন নম্বর ভাষার স্থানটি এখন বাংলার।

সফররত উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস শনিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ তথ্য জানান।

জিমি বলেন, ‘বাংলাদেশ’ নামক ভুক্তিটি দিয়ে ১০ বছর আগে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উইকিপিডিয়া বাংলার যাত্রা। মুক্ত জ্ঞানের কোষ বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা এখন ৩৫ হাজার’।

উইকিপিডিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট মুনীর হাসান অনুষ্ঠানে বলেন, ‘আমাদের লক্ষ্য নিবন্ধসংখ্যা আরও বাড়ানো। এ লক্ষ্যে তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি’।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বংকে জানান, এখন থেকে উইকিমিডিয়ার সাইট গ্রামীণফোন গ্রাহকেরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।