সরকার ও ২০ দল উভয়ই দায়ী থাকবে : ড. কামাল


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকার ও বিরোধী দলের চলমান কর্মকাণ্ড দেশকে আরও অনিশ্চয়তা এবং ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে নেবে। এ পরিণতির জন্য সরকার ও ২০ দলীয় জোট উভয়ই দায়ী থাকবে।

ড. কামাল বলেন, একদিকে অবরোধের নামে পেট্রলবোমা হামলা, যানবাহনে-ট্রেনে অগ্নিসংযোগ, রেললাইন উপড়ে ফেলা, সহিংসতা, অন্যদিকে গুম ও `বন্দুকযুদ্ধের` নামে সরকার যে নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে তাতে দেশের চলমান সংকট আরও গভীরতর হচ্ছে।

শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির ভাষণে ড. কামাল হোসেন এসব কথা বলেন। চলমান সার্বিক পরিস্থিতির উন্নতির জন্য সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, যোগাযোগব্যবস্থা ব্যাহত, ব্যবসা-বাণিজ্য অচল, গার্মেন্টস সেক্টর হুমকির সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায় সংলাপের মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধানের পরামর্শ দিলেও সরকার কোনোভাবেই কানে তুলছে না।

বিশিষ্ট এ আইনজীবী বলেন, সরকার কোনোভাবেও সহিংসতা বন্ধ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথ খুঁজে পাচ্ছে না। ২০ দলও মানুষের জানমাল রক্ষা করে সঠিক আন্দোলনের পথে আসছে না। এমন পরিস্থিতিতে শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও শঙ্কিত।

ড. কামাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বইমেলা চত্বরে অভিজিৎ হত্যাকাণ্ড জনগণকে আতঙ্কিত করে তুলেছে।

সভায় আরও বক্তব্য রাখেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, আবদুল আজিজ, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ প্রমুখ।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।