ধুলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি


প্রকাশিত: ১১:০৫ এএম, ৩০ নভেম্বর ২০১৬

ধুলা দূষণে একদিকে যেমন স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে অন্যদিকে তেমনি আর্থিক ও পরিবেশের ক্ষতি হচ্ছে। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব বিবেচনায় অবিলম্বে ধুলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

বুধবার রাজধানীর শাহবাগে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে ‘ধুলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ চাই’ স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

তারা বলেন, বর্তমানে শিশু স্বাস্থ্য বিভাগে রোগীর প্রায় ৪০ শতাংশ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ঢাকা মহানগরীর প্রায় ৯০ শতাংশ জনগণ ভয়াবহ ধুলা দূষণের শিকার। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ধুলা দূষণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া শারীরিক পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার জন্যও অধিক সময়, শ্রম ও অর্থ ব্যয় হচ্ছে।

বক্তারা আরও বলেন, ঢাকা শহরের চার পাশের ইটভাটার দূষণ, অধিক যানবাহনের বিষাক্ত ধোঁয়া, অনিয়মিত রাস্তাঘাট পরিষ্কার, অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি ও মেরামত, দালান-কোঠা বা অন্য কোনো অবকাঠামো তৈরির সময় নির্মাণসামগ্রী রাস্তার ওপর বা রাস্তার পাশে খোলা জায়গায় রাখা, গৃহস্থালিসহ বিভিন্নভাবে উৎপন্ন বর্জ্যের অব্যবস্থাপনাসহ প্রতিনিয়ত ধুলা তৈরি হচ্ছে।

পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে এবং পবার প্রোগ্রাম অফিসার তানভির মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, পবার সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম খান টিটো, মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ, মর্ডান ক্লাবের সভাপতি আবুল হাসানত প্রমুখ বক্তব্য রাখেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।