মানুষ হত্যা আন্দোলনের ধরন হতে পারে না : আমু


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা আন্দোলনের কোন ধরন হতে পারে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার ঝালকাঠি শহরের মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলন হচ্ছে দাবির পক্ষে গণমানুষকে সম্পৃক্ত করে সরকারকে তা মানতে বাধ্য করা। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে মানুষের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছে। কিন্তু ছেলে-মেয়েদের পরীক্ষার সময় কোন হরতাল অবরোধ দেয়নি। আমরা হরতাল অবরোধ ঘোষণার আগে পরীক্ষার সাথে সংশ্লিস্টদের সাথে যোগাযোগ করে হরতাল অবরোধের তারিখ ঠিক করতাম। কিন্তু খালেদা জিয়া বা তার জোট যে দিন পরীক্ষা থাকে সেই দিন হরতাল ঘোষণা করে।

তিনি বলেন, হরতাল-অবরোধ নামে মাত্র পালন হচ্ছে। মাঝে মাঝে দুই একটি পেট্রোল বোমা মেরে আতংক সৃষ্টি করা হচ্ছে। অভিভাবকরা তাতে ভীত হয়ে সন্তানদের পরীক্ষায় পাঠাতে ভয় পাচ্ছে। তারপরও সারাদেশে কোন কিছু থেমে নেই। স্কুল কলেজে বার্ষিক পরীক্ষা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝাকজমকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম, ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ শামছুল হক।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।