অভিজিৎ হত্যার বিচার দাবিতে আলটিমেটাম


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

লেখক, ব্লগার ও শিক্ষক অভিজিৎ রায় হত্যাকারীদের বিচারের দাবিতে চার দিনের আল্টিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক।

তিনি বলেন, অভিজিৎকে পুলিশের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটি খুবই উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। হত্যার দু’দিন অতিক্রম হলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্বেগ আমরা দেখছি না।

তিনি আরও বলেন, আমরা চাই আগামী ৪ মার্চের মধ্যে সরকার হত্যাকারীদের গ্রেফতার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। অন্যথায় দাবি আদায়ে প্রগতিশীল ছাত্রজোট সারা দেশে কঠোর কর্মসূচি দেবে।

এ সময় তিনি চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ সকাল থেকে কালোব্যাজ ধারণ, ২ মার্চ ঢাবিতে ছাত্র ধর্মঘট ও সারা দেশে বিক্ষোভ, ৩ মার্চ বিকেল ৩টায় শাহবাগে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ, ৪ মার্চ বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তাঁর স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
 
বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।