১৩ মার্চ থেকে ভারতে নূর হোসেনের বিচার শুরু
নারায়ণগঞ্জে সাত খুন মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনের বিচার ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে শুরু হবে ১৩ মার্চ। শুক্রবার রাতে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, উত্তর চব্বিশ পরগণার জেলা ও দায়রা জজ বিচার শুরুর এই নির্দেশ জারি করেছেন।
নূর হোসেন ও তার দুই সঙ্গী অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত বছরের ১৪ জুন কলকাতায় গ্রেফতার হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় আনা অভিযোগে এ বিচার শুরু হবে।
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় অভিযুক্ত হলেও ভারতে তার বিরুদ্ধে শুধু অনুপ্রবেশের অভিযোগে মামলা চলছে। নূর হোসেন আর তার দুই সঙ্গীর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছিল গত ১৮ আগস্ট।
নূর হোসেন এখন কলকাতার দমদম কারাগারে আটক রয়েছেন। আর গত ৯ মাসে তিনি কোনও আইনজীবী নিয়োগ করেননি, এমনকি একবারও জামিনের আবেদনও জানাননি।
ইন্টারপোলের মাধ্যমে উত্তর চব্বিশ পরগণার আদালতে বাংলাদেশ সরকারের করা আবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
এআরএস/এমএস