ঢাকার সঙ্গে পাকিস্তানের বিমান যোগাযোগ স্থগিত


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

যাত্রী এবং ক্রুদেরকে হয়রানির প্রতিবাদে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করেছে। শুক্রবার থেকে ১০ মার্চ পর্যন্ত পিআই তাদের সব ফ্লাইট স্থগিত রাখবে হবে বলে জানিয়েছে। পিআইএ মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস নিউজ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

পিআইএ মুখপাত্র বলেন, আগামি ১০ মার্চ পর্যন্ত ঢাকার সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। হয়রানি বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে।

পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসিম আসলাম বলেন, পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করার বিষয়টি স্পষ্ট করার জন্য তাদের পক্ষ থেকে ইসলামাবাদের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও এ বিষয়ে কোন উত্তর পাওয়া যায় নি।

পিআইএ সূত্র জানায়, গত দু’মাস ধরে বাংলাদেশি নিরাপত্তা কর্মকর্তারা পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করছে। বুধবার নিরাপত্তা তল্লাসির কারণে পিআইএ’র ফ্লাইট পিকে-২৬৬ ঢাকা থেকে ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করেছিল এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া, জাল মুদ্রা পাচারের কথিত অভিযোগে ঢাকায় পিআইএ’র কর্মকর্তাদের বাসভবনে তল্লাসি চালানো হয়েছে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।