ইন্দিরা রোড থেকে পাইপগান উদ্ধার
রাজধানীর শেরেবাংলা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শেরেবাংলা থানা এলাকা থেকে ইন্দিরা রোডস্থ রুপালী ব্যাংক এর সামনে হতে পাইপগানটি উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ সহকারি পরিচালক(মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ।
তিনি বলেন, র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর ইন্দিরা রোডস্থ রুপালী ব্যাংকের সামনে কতিপয় সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌঁড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল তল্লাশী করে ১টি পাইপগান পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ বিষয়ে তদন্ত পূর্বক সন্ত্রাসীদের সনাক্ত পূর্বক আইনের আওতায় আনার বিষয়ে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেইউ/এআরএস/এমএস