পুরানা পল্টনে স্বদেশ টাওয়ারে আগুন, নিহত ১
শনিবার ভোর ৫টা ২০মিনিটে রাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের চতুর্থ তলার লেফড করপোরেশন কোম্পানির পিওন ছিলেন।
শনিবার ভোরে আগুন লাগার পর চতুর্থ তলায় থাকা আনোয়ার হোসেন তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
লেফড করপোরেশনের অ্যাডমিন অফিসার বদরুজ্জামান জানান, আনোয়ার হোসেন রাতে চতুর্থ তলায় ছিলেন। আগুন লাগার পর তিনি সিড়ি দিয়ে নামার চেষ্টা করেন। তবে সিড়ি ঘরের তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিবিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সদর দফতরের পরিদর্শক মো. জহির জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
এআরএস/এমএস