অভিজিৎ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র সরকারের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাসীদের হাতে লেখক, ব্লগার অভিজিৎ রায়ের খুনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেইটের ফেইসবুক পেইজে একটি ভিডিও-বার্তা পোস্ট করার মাধ্যমে এই নিন্দা জানানো হয়।

যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অব স্টেইটের মুখপাত্র জেন সাকি এই ভিডিও-বার্তায় বলেন,

" যুক্তরাষ্ট্র সর্বোচ্চ তীব্র ভাষায় অভিজিৎ রায়ের হত্যার নিন্দা জানাচ্ছে; যা শুধু ভয়াবহই নয়, চরম কাপুরুষোচিতও বটে। অভিজিৎ একজন সাংবাদিক, মানবতাবাদী, একজনের স্বামী এবং অনেকের বন্ধু ছিলেন। তাঁর স্বজন ও বন্ধুদের জন্য আমাদের গভীর সমবেদনা। তিনি যে নির্মম ও কাপুরুষোচিত হত্যাকান্ডের শিকার তা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, মুক্ত মত, বুদ্ধিবৃত্তি এবং ধর্মীয় চর্চার সার্বজনীন আদর্শের ওপরও আক্রমণ, যে নীতির কথা বাংলাদেশের সংবিধানেও গুরুত্বের সঙ্গে সন্নিবেশিত আছে এবং দেশটির ঐতিহ্যগত জীবনচর্চার সঙ্গে সংশ্লিষ্ট"।

ভিডিও-বার্তাটি দেখতে ক্লিক করুন-



এসআরজে






পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।