অভিজিৎ হত্যা : পুলিশ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, এই ঘটনার পেছনে ‘আনসার বাংলা সেভেন’ নামে একটি জঙ্গী ইসলামী গোষ্ঠীর যোগসাজশ তারা তদন্ত করে দেখছেন।

ঢাকার রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শিবলি নোমান জানান, আনসার বাংলা সেভেন নামে একটি টুইটার একাউন্ট থেকে এক টুইটার বার্তায় এই হত্যার ঘটনায় উল্লাস প্রকাশ করা হয়েছে। এ কারণে এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ফারাবী শাফিউর রহমান নামে অপর এক ব্যক্তিকেও এই ঘটনায় খুঁজছে। ফারাবী শাফিউর রহমানের ফেসবুক একাউন্ট থেকে অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হচ্ছে।

পুলিশ জানায়, এর আগে ২০১৩ সালে ঢাকায় ব্লগার রাজীব হায়দারকে হত্যার ঘটনায় ফারাবী শাফিউর রহমানকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার, ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

উল্লেখ্য, ব্লগার ও লেখক অভিজিৎ রায়েকে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির কাছে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রীও একই ঘটনায় গুরুতর আহত হন। সোহরোয়ার্দী উদ্যানের গেটের কাছে যেখানে এই হত্যাকাষ্ড সংঘটিত হয়, সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।