গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দীন


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন এম জসিম উদ্দিন। এ মুহূর্তে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিক হিসেবে জসিম উদ্দিন বিভিন্ন সময় নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন। নতুন এই রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ও যুক্তরাজ্য থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।