অভিজিৎ খুনের দায় স্বীকার আনসার বাংলা সেভেনের


প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ব্লগার অভিজিৎ রায়ের খুনের দায় স্বীকার করেছে আনসার বাংলা সেভেন বলে একটি গোষ্ঠি। অভিজিতের ওপর হামলার প্রায় দুই ঘণ্টা পর এক টুইটার বার্তায় তারা এই দায় স্বীকার করে।

এদিকে অভিজিৎ রায়ের হত্যাকারীদের ধরতে ডিবির পাশাপাশি পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি  অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিত রায়ের লাশ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তাঁর স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।