নাসিক নির্বাচন : ২০৮ প্রার্থীর মনোনয়ন বৈধ


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) ২০৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২০৮ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

এর আগে মেয়র পদে ৯, সাধারণ কাউন্সিলর পদে ১৭৬ ও সংরক্ষিত কাউন্সির পদে ৩৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রোববার যাচাই-বাছাই শেষে একজন মেয়র প্রার্থী, একজন সংরক্ষিত কাউন্সিলর ও ১৩ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়ন বাতিল হয়েছে বলে ঘোষণা দেন।

মেয়র পদে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন আহমেদ, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হকের মনোনয়নপত্র বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সুলতান মাহমুদ মনোনয়নপত্র জমা দিলেও সমর্থনযুক্ত ভোটার তালিকায় জটিলতা থাকার কারণে বাদ পড়েছে।

এইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।